মির্জাপুরে আওয়ামী লীগের অফিস দখলে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ওই অফিসটি দখলে নিয়ে নিজ দলের কার্যক্রম পরিচালনা করছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। আওয়ামী লীগের অফিস দখলের এই ঘটনাটি ঘটেছে উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুরে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে সরকারি জমিতে গোড়াই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের টিনশেড অফিস নির্মাণ করে। ওই অফিসে প্রায় দুই বছর যাবৎ দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরোধ সৃষ্টি হয়।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের অফিসটি দখলে নিয়ে বিএনপির স্থানীয় নেতারা দলের কার্যক্রম পরিচালনা করছেন।
গোড়াই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূর মোহাম্মদ বলেন, স্কুলের জায়গায় আওয়ামী লীগের অফিস বানিয়েছিল। তারা এখন দলীয় কার্যক্রম বাদ দিয়ে আত্মগোপনে আছে। আগে ছিল আওয়ামী লীগের দখলে এখন জায়গাটি আমরা দখলে নিয়ে ব্যবহার করছি। আস্তে আস্তে বিদ্যালয়ের জায়গা ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
এ বিষয়ে গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভুঁইয়া ঠান্ডুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের উভয়ের ফোন বন্ধ পাওয়া যায়। মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, জায়গাটি যদি বিদ্যালয়ের হয় তাহলে ওই জায়গা কারও দখলে রাখার সুযোগ নাই। জায়গাটি বিদ্যালয়কেই ফেরত দিতে হবে।
Leave a Reply