যে কারণে পাকনা কথা বলে লুবাবা, জানালো নিজেই!

সম্প্রতি একটি সুখবর দিয়েছে দেশের জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা। বিশেষ এক সাক্ষাৎকারে সুখবরের পাশাপাশি জানিয়েছেন, নিজের পাকনা কথা বলার কারণও।

সময়ের বিশেষ আড্ডায় লুবাবা জানান, বার্ষিক পরীক্ষা চলায় পড়াশোনায় এ মুহূর্তে বেশি ব্যস্ত থাকতে হয় তাকে। পুরো জুন মাসই পরীক্ষা থাকায় পড়ার টেবিলেই বেশি সময় কাটবে তার।

তবে পড়াশোনার ব্যস্ততার মাঝেও সুখবর আসছে লুবাবার। এ প্রসঙ্গে লুবাবা বলে,

ঈদ উপলক্ষে অনেক কাজের অফার এসেছে। কলকাতা থেকেও একটি কাজের অফার আছে। সিনেমা কিংবা টিভি সিরিজের কাজ। পরীক্ষার বিরতিতে সে কাজ শুরু করব।

এ সময় আফসোস করে লুবাবা বলে,

জুনের পুরো মাসই পরীক্ষার ব্যস্ততা থাকায় ভক্তদের বেশিরভাগ মন্তব্যই দেখার সুযোগ পাই না। তবে ভালো মন্তব্য দেখলে খুশি হই।

আলাপচারিতার এক পর্যায় সমালোচকদের মন্তব্য নিয়েও কথা হয়। লুবাবার কাছে তাই জানতে চাওয়া হয়, তার পাকনা কথা বলার কারণ কী?

উত্তরে লুবাবা বলে,

আসলে আমি যখন কথা বলতে শুরু করি তখন বলতেই থাকি। বেশি কথা বলার কারণেই পাকনা পাকনা কথা বলে ফেলি।

লুবাবা আরও বলে,

মাঝে মাঝে আসলে বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে যায়। আবার অনেক সময় আমি যেটা বলতে চাই সেটা অনেকেই বুঝতে পারেন না। আবার অনেক সময় আমিও যা বুঝাতে চাই তা বুঝাতে পারি না। এমনটা প্রায়ই হয় আমার সাথে।

প্রসঙ্গত, প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। মূলত দাদার হাত ধরেই শোবিজে পথচলা শুরু এই খুদে শিল্পীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *