সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের পুকুরে গিয়ে মাছ ধরতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আক্ষেপের কথা জানান।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে ছবি দিয়ে আসিফ মাহমুদ ক্যাপশনে লিখেছেন, ‘এক দুপুরে, হাসিনার পুকুরে।’
এরপর ওই ক্যাপশনের নিচে বিশেষভাবে লিখেছেন, ‘বি.দ্র: বড়শি না থাকায় মাছ ধরতে পারিনি।’
পরে আবার পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘ক্যাপশনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম।’
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে ভারত চলে যান। এর এক মাস পর ৫ সেপ্টেম্বর গণভবনকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
Leave a Reply