মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। ফেসবুকভিত্তিক গ্রুপ ‘ট্রাফিক এলার্ট’ এ এমন তথ্য দিচ্ছেন নাগরিকরা। তারা বলছেন, ধোঁয়ার সাথে বারুদের গন্ধও আছে।
‘ট্রাফিক এলার্ট’ গ্রুপে আফসান রহমান রিয়া নামে এক নারী দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মোহাম্মদপুরের অবস্থা এতো খারাপ ও বাজে গন্ধ। এইদিকে হচ্ছে কী?’
সিফাত মাহমুদ লিখেছেন, ‘কাটাসুর থেকে বাশবাড়ি, নুরজাাহন রোড, চানমিয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি, তাজমহল রোড, শেখেরটেক পর্যন্ত ধোঁয়ায় ভরে গেছে। এক ধরনের বাজে গন্ধ ছেয়ে গেছে। চোখ জ্বলতেছে। পুরো এলাকা ঘুরেও উৎস খুঁজে পেলাম না।’
এরমধ্যে ইসতিয়াক হোসেন জানিয়েছেন, এই বারুদের গন্ধ শুধু মোহাম্মদপুর ও ধানমন্ডি নয়, পুরান ঢাকায়ও পাওয়া যাচ্ছে। তিনি লিখেছেন, এর আগেও এমন হয়েছে, কিন্তু এতো তীব্র ছিল না কখনোই।
তবে এসব পোস্টের মন্তব্যের ঘরে কেউ কেউ সেনাবাহিনীর অভিযানের কথা বলছেন। আবার কেউ কেউ বলছেন, আমিনবাজার ল্যান্ডফিলের কথা। সেখানে জমা হওয়া বর্জ্য পোড়ানোর কারণে এমন ধোঁয়া ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছেন।
তবে কেন এবং কী কারণে ধোঁয়া ছড়িয়ে পড়েছে তা নিশ্চিত হতে পারেনি সময় সংবাদ।
Leave a Reply