সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রামবাসীরা মাইকিং করে লোকজন জমায়েত করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকটি দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুর করেন তারা।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে শিল্পপার্ক এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন বড় মাঠে সম্প্রতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত শনিবার খেলা চলাকালে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ নিয়ে গত কয়েকদিন যাবত উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল।
পাশাপাশি পঞ্চসোনা গ্রামের লোকজন সিরাজগঞ্জ শহরে যাতায়াতের পথে মোহনপুর গ্রামের লোকজন কয়েক দফায় কয়েকজনকে মারধর করে। এ অবস্থায় আজ মঙ্গলবার সকালে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসী মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, কয়েকটি দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হন।
তাদের মধ্যে পঞ্চসোনা গ্রামের হেলালের ছেলে ফরহাদকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সদর থানার এসআই মনিরুল ইসলাম বিকেলে বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’
Leave a Reply