জামালপুরের সরিষাবাড়ীতে নামধারি তিন সমন্বয়ক আটকের ঘটনা ঘটেছে। আটক হওয়া তিনজন হলেন- রিফাত হাসান, সিফাত মিয়া, বৈশাখী খাতুন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় টাকা উত্তোলনের সময় তাদেরকে আটক করে জনতা।
পরে তারা সমন্বয়ক কিনা বিষয়টি নিশ্চিত করতে সরিষাবাড়ী পৌর সভার ঝালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে এসে জিজ্ঞাসা বাদে তারা ভুয়া সমন্বয়ক হিসেবে প্রতিয়মান হলে তাদেরকে সরিষাবাড়ী থানা পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে সরিষাবাড়ী থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
আটককৃত সিফাত মিয়া ব্রাহ্মণ জানি আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। রিফাত হাসান সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি সরর্বান হাসান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। বৈশাখী আক্তার সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
ওই শিক্ষার্থীরা জানান, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের মাস্টার্সে অধ্যায়নরত আকুল মিয়া নামে সমন্বয়ক পরিচয়দানকারীর পরামর্শক্রমে তারা ক্যান্সার রোগীর জীবন বাঁচানোর নামে এ অর্থ আদায় করে আসছিল। তারা সবাই সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘তিন সমন্বয়কের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি। তারা ভবিষ্যতে এই কর্মকাণ্ড করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।’
Leave a Reply