থানায় লুঙ্গি পরে নারীকে ধমকাচ্ছেন পুলিশ, ভিডিও ভাইরাল!

লুঙ্গি পরে থানায় বসে আছেন সাব ইনস্পেক্টর। থানায় অভিযোগ জানাতে আসা এক নারীর সঙ্গে দুর্ব্যবহার করছেন ওই পুলি‌শ কর্মকর্তা। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই হইচই পড়েছে সংশ্লিষ্ট মহলে। তার জেরে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ওই সাব ইনস্পেক্টরকে।

ভারতের মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলায় হাটা ফাঁড়ির একজন সাব ইনস্পেক্টর গত বৃহস্পতিবার পটেলের বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা। নিতেশ কুমার অগ্নিহোত্রী নামের এক ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও তে দেখা যায়, থানায় অভিযোগ করতে আসা এক নারীকে চিৎকার করে তাড়িয়ে দিচ্ছেন এক সাব ইনস্পেক্টর। সেই সময় তিনি লুঙ্গি পরে থানার নিজের চেয়ারে বসে ছিলেন এমনটাও ভিডিও তে দেখা যায়। ঘটনার পর ফাঁড়িতে আসা নারীর অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টির তদন্ত করেন।

ভিডিও তে সাব ইনস্পেক্টরকে ওই নারীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘বেশি চালাকির চেষ্টা করবে না।’ রেওয়া রেঞ্জের আইজি সাকেত পাণ্ডে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নারীর অভিযোগ পাওয়ার পর সেই ঘটনার তদন্ত করা হয়েছে, তার ভিত্তিতে ইনস্পেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই পুলি‌শ কর্মকর্তা যখন এক নারীকে তাড়িয়ে দিচ্ছিলেন তখন আর এক নারী সেখানে বসে ছিলেন। আর ওই দুই নারীর সামনেই থানায় লুঙ্গি পরেই বসে ছিলেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *