তামিমের ফেরা নিয়ে ফারুক বললেন গুঞ্জন উঠেছে, বাংলাদেশ দলের জার্সিতে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তামিম ইকবাল। যদি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান তবে তার ফেরার প্রক্রিয়া কেমন হবে- এমন প্রশ্ন অবধারিতভাবেই উঠছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় বিসিবির বোর্ড সভা। তার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিমকে নিয়ে কথা বলেছেন ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। তার মন্তব্য, ‘এই মুহূর্তে এরকম কোনো নিউজ আমার কাছে নেই।’
আফগানিস্তানের বিপক্ষে গত বছর ওয়ানডে সিরিজের মাঝপথে চট্টগ্রামে কান্নাজড়িত কণ্ঠে তামিম ইকবাল অবসরের ঘোষণা দেন। পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসর ভেঙে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিকেটে ফেরেন। ওয়ানডে বিশ্বকাপের আগে আকস্মিকভাবে নিজেকে সরিয়ে নেন।
Leave a Reply