চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ। প্রোটিয়াদের বোলিং তোপে ৪৮ রান তুলতেই টাইগাররা হারায় ৮ উইকেট। তখনই নিশ্চিত হয়ে যায় ফলো-অনে পড়তে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু নবম উইকেটে বাংলাদেশকে টেনে নেওয়ার চেষ্টা করেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম। দ্বিতীয় সেশনের শুরুতে মুমিনুল ৮২ রানে ফিরতেই ভেঙে যায় ১০৩ রানের জুটি।
তারপর দ্রুত গুঁড়িয়ে যায় বাংলাদেশ ইনিংস। অবশ্য মুমিনুল দারুণ ব্যাটিংয়ে জুটি না গড়লে শতরানের আগেই ইনিংস থেমে যেতো। মূলত তার ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ দেড়শ পার হতে পেরেছে। তাইজুল শেষ উইকেট হিসেবে মহারাজকে ক্যাচ দিলে প্রথম ইনিংস শেষ হয় ১৫৯ রানে। ফলো–অন এড়াতে বাংলাদেশের করতে হতো ৩৭৬ রান। প্রোটিয়াদের প্রথম ইনিংস থেকে বাংলাদেশ এখনও পিছিয়ে ৪১৬ রানে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে ৫৭৫ রান। ফলো-অন না করে বাংলাদেশকে ফের ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। মিরপুর টেস্টের মতো সাগরিকাতেও একচেটিয়া জয় পেতে যাচ্ছে এইডেন মার্করামের দল।
সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৫.২ ওভারে ১৫৯/১০ ( রানা ০*; সাদমান ০, জাকির ২, জয় ১০, হাসান ৩, শান্ত ৯, মুশফিক ০, মিরাজ ১, মাহিদুল ০, মুমিনুল ৮২, তাইজুল ৩০)
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৪৪.২ ওভারে ৫৭৭/৬ (মুথুসামি ৭০*, মুল্ডার ১০৫*; মার্করাম ৩৩, স্টাবস ১০৬, বেডিংহ্যাম ৫৯, ডি জর্জি ১৭৭, ভেরেইন ০, রিকেলটন ১২)
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ: ০/০
Leave a Reply