ডা. মবিন খানের জানাজা সম্পন্ন!

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ, হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মবিন খানের জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর দুই স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় পর্যায়ে গার্ড অব অনার দিয়ে ডা. মবিন খানের প্রথম জানাজা ও পরে ধানমন্ডিতে ৭নং জামে মসজিদে জুমার নামজের পর দুপুর ১টা ৪৫ মিনিটে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় তাকে জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। ডা. মবিন খানের দ্বিতীয় জানাজার সময় উপস্থিত ছিলেন আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও নার্সিং কলেজের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এবং ডা. মবিন খানের ছেলে ব্যারিস্টার ইয়াসিন খান। এছাড়া আনোয়ার খান মডার্ন হাসপাতালের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. নজরুল ইসলামসহ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর ডা. মবিন খানের মরদেহ বহনকারী গাড়ি কুমিল্লার উদ্দেশে রওনা হয়। সেখানে মাগরিবের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ডা. মবিন খানে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

হাসপাতালের হেপাটোলজি বিভাগের চিকিৎসক ডা. ফজলে ফাহিম বলেন, স্যার বাধ্যর্কজনিত কারণে অসুস্থ ছিলেন। সঙ্গে পারকিনসনস রোগেও ছিল। আমাদের এখানেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

অধ্যাপক ডা. মবিন খানের জন্ম ১৯৪৯ সালে। লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সভাপতি তিনি।

সোসাইটির ওয়েবসাইটে ডা. মবিন খানকে ‘ফাদার অব হেপাটোলজি ইন বাংলাদেশ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে লিভার রোগ গবেষণায় তার অবদান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *