রংপুর মেডিকেল কলেজ কমপ্লিট শাট ডাউন ঘোষণা!

রংপুর মেডিকেল কলেজে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়া হয়েছে।

রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীর ব্যানারে এ ঘোষণা দেয়া হয়।

আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল এক সংবাদ সম্মেলনে বলেন, অধ্যক্ষ মাহফুজার রহমানকে অব্যাহতি দেয়া না হলে রংপুর মেডিকেল কলেজে (রমেক) মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে।

বুধবার কমপ্লিট শাটডাউন থাকবে।

গত ৩১শে অক্টোবর নতুন অধ্যক্ষ হিসেবে মাহফুজার রহমানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। সেদিন থেকেই তারা আন্দোলন করছেন।

এটি উল্লেখ করে ডা. মন্ডল বলেন, যদি এখনো শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশাসন গ্রাহ্য না করে এবং ওই অনাকাঙ্খিত অর্ডারটি বাতিল করা না হয় তবে কঠোর কর্মসূচি পালন করা হবে।

আন্দোলনকারীদের অভিযোগ, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর ডা. মাহফুজার রহমান দীর্ঘ পাঁচ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে থেকে জুলাই বিপ্লব চলাকালীন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে সাথে নিয়ে দমন-নিপীড়ন করেছেন।

তাদের অভিযোগ, আন্দোলনে নিহত আবু সাঈদের ময়নাতদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন ডা. রহমান। একইসাথে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষকও সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *