প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঢাকার ৭ কলেজের বিষয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া কথা বলছেন। আশা করি দ্রুত একটা সমাধান মিলবে।
রোববার (০৩ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন,
ঢাকার ৭ কলেজের বিষয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া কথা বলছেন। আশা করি দ্রুত একটা সমাধান মিলবে।
এদিকে আজও দিনভর নানা দাবিতে রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের সমস্যা সমাধানের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন করেছেন ছাত্র-ছাত্রীরা। বর্জন করেছেন ক্লাস-পরীক্ষাও। দ্রুত শিক্ষার্থী প্রতিনিধি ও শিক্ষাবিদদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবি জানান তারা। অন্যথায় আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। দিনভর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সাত কলেজের সমস্যা সমাধানের দাবিতে সরব ছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীর সাত কলেজের ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা অভিযোগ করেন,
অধিভুক্তির পর মানোন্নয়নের পরিবর্তে পরীক্ষা গ্রহণে জটিলতা, ফল প্রকাশে দীর্ঘসূত্রতা ও গণহারে ফেল করিয়ে মোটা অংকের অর্থ আদায়সহ নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় নিজের শিক্ষার্থীদের পরিচালনা করতে হিমশিম খাচ্ছে, তার ওপর সাত কলেজের প্রায় ২ লাখ শিক্ষার্থীকে এ বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা অযৌক্তিক ও রাজনৈতিক সিদ্ধান্ত বলে অ্যাখ্যা দিয়েছেন তারা।
এদিন ক্লাস পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করেন তারা। দ্রুত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সাত কলেজকে দায়মুক্ত করার দাবি জানান তারা। দ্রুত দাবি আদায় না হলেও আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। সোমবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করবেন সাত কলেজের শিক্ষার্থীরা বলেও জানান তারা।
এদিকে শনিবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে ব্রিফিংয়ে কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি জানান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করছি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা দুই দিন ক্লাস-পরীক্ষা বর্জন করবেন। আমরা আমাদের অধিকার আদায়ের মূল দাবি থেকে সরে আসব না। সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের যে দাবি, সেটি আমাদের থাকবেই।
এ সময় কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, রোববার ও সোমবার সাত কলেজের অভ্যন্তরীণ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা একাডেমিক কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না। একইসঙ্গে সাত কলেজের সবগুলো ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচিতে অংশ নেবেন।
এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সাত কলেজের প্রতিনিধিরা কথা বলেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গার ঠিক করা হবে। যেখানে সাত কলেজের প্রশাসনিক কাজ করা হবে। তাদের আলাদা রেজিস্ট্রার থাকবে। পুরো বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় গ্রান্টস কমিশনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। তবে সাত কলেজের শিক্ষার্থীদের জন্য একটা আলাদা ফেসিলিটি হবে। তাদের জন্য সুনির্দিষ্ট ভবনে আলাদা ফেসিলিটি হবে। তাদের জন্য আলাদা রেজিস্ট্রি থাকবে। তাদের জন্য আলাদা অফিসিয়াল থাকবেন। তাদের জন্য যে সার্ভিসটা দরকার সেটা যেন ডেডিকেট ওয়েতে দিতে পারে।
উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ—সরকারি এই সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।
Leave a Reply