বিপিএলের প্রতি আসরেই সমালোচনা করা হয় পিচ নিয়ে। টি-টোয়েন্টি যেখানে চার-ছক্কার খেলা, সেখানে স্লো পিচ বানিয়ে লো স্কোরিং ম্যাচ হয়ে থাকে। তবে এবার বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানালেন, আসন্ন বিপিএলে ভালো উইকেট বানানো হবে।
সবশেষ কয়েকটি বিপিএলে উইকেট মোটামুটি ভালোই ছিল। হাই-স্কোরিং ম্যাচও দেখা গেছে বেশ কয়েকটি। তবুও দর্শকদের চাহিদা মেটাতে পারেনি বিপিএলের উইকেট। তবে বিসিবির নতুন সভাপতি আশ্বাস দিয়েছেন, আগামী বিপিএলে তৈরি করা হবে ভালো উইকেট। এবার বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও বললেন একই কথা।
ফাহিম বলেন, ‘(উইকেটে) অবশ্যই চেষ্টা থাকবে যেন রান হয়, বাউন্স পেস থাকবে। মাঝেমধ্যে বিপিএলে মিরপুরেও ভালো উইকেট দেখেছে। পয়েন্ট দিয়েও ছয় হয়েছে কিন্তু এরকম দেখেছি। আশা করি সেরকম উইকেট হবে। সেরকম নির্দেশনা দেয়া হয়েছে। মাঝে আরও খেলা আছে। আশা করি যথেষ্ট বিশ্রাম পাবে উইকেট। দর্শক যা চায় চার-ছক্কা সেটা তারা দেখতে পারবে।’
ফাহিম এটাও বলেন, দেশের সব উইকেটেরই উন্নতি আনতে হবে। বিসিবি পরিচালক বলেন, ‘এটা শুধু বিপিএল দিয়েই হবে না। সব উইকেটে সে জিনিসটা নিয়ে আসতে হবে। যেখানে ব্যাটাররা স্ট্রোক খেলতে পারবে। ইতিবাচক ক্রিকেট খেলতে পারবে। আগের দিনের মত এখন কিন্তু টেস্টে ২.৫-৩ রান করে হয় না। টেস্ট ক্রিকেটে এখন ৪-৪.৫ করে রান হয়। স্ট্রোক খেলতে হবে এবং সে উপযোগী উইকেট তৈরি করতে হবে। সে চেষ্টা থাকবে। সেটা নিয়ে আলাদাভাবে আমরা নজর দিচ্ছি।’
আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।
Leave a Reply