মার্কিন নির্বাচনে সাতটি ‘সুইং স্টেটস’ বা দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোটই পাল্টে দিতে পারে প্রেসিডেন্ট প্রার্থীর ভাগ্য। যার ফলে এই সাত অঙ্গরাজ্যের দিকেই নজর রয়েছে সবার। এবারের নির্বাচনের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো হলো: জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন। সবশেষ খবর পাওয়া অনুযায়ী, সাতটি অঙ্গরাজ্যের ছয়টিতেই এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে বিবিসি বলছে, জর্জিয়ায় এখন পর্যন্ত ৮৮ শতাংশ ভোট গণনা হয়েছে। এরমধ্যে ট্রাম্প পেয়েছেন ৫১ শতাংশ আর কমলা হ্যারিস ৪৮ দশমিক ২ শতাংশ।
নর্থ ক্যারোলাইনায় ভোট গণনা হয়েছে ৮৬ শতাংশ। সেখানেও ৫০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে কমলা পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।
এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়া। সেখানে গণনা হয়েছে ৭৩ শতাংশ ভোট। আর এতেও ৫১ দশমিক ১ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট।
আরেক দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ২ শতাংশ আর কমলা ৪৮ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে আছেন।
এছাড়া অ্যারিজোনায় ৫১ শতাংশ ভোট গণনার খবর পাওয়া গেছে। এতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট আর কমলা পেয়েছেন ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট।
তবে শুধুমাত্র মিশিগানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ৩২ শতাংশ ভোট গণনার পর অঙ্গরাজ্যটিতে হ্যারিস পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট আর ট্রাম্প পেয়েছেন ৪৭ দশমিক ৪ শতাংশ ভোট।
এদিকে বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১১টা পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ২০৫ ইলেক্টোরাল ভোট পেয়েছেন। খবর এপির।
Leave a Reply