প্রেসিডেন্ট হতে কার কত ইলেকটোরাল ভোট দরকার!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুরুর দিকে বেশ এগিয়ে থাকলেও এখন ব্যবধান অনেকটা কমিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে মার্কিন নির্বাচনে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ট্রাম্প ২৩২টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর কমলা হ্যারিস ২১৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। এখন পর্যন্ত ৪১টি অঙ্গরাজ্যর ফলাফল ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়। সেই হিসাবে প্রেসিডেন্ট হতে ডোনাল্ড ট্রাম্পের ৩৮টি এবং কমলা হ্যারিসের ৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের জাতীয় স্তরের নির্বাচনী লড়াইয়ের বদলে জয়ী-পরাজিত নির্ধারিত হয় একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেকটোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।

ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আর ওই প্রার্থীর রানিং মেট হবেন ভাইস প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *