কনস্টেবল নিয়োগে জালিয়াতি, অবশেষে ধরা পড়লেন তারা!

ময়মনসিংহে পুলিশের কনস্টেবল নিয়োগে জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬০০ মিটার দৌঁড় ইভেটন্টে অংশ না নিলেও বাইরে থেকে ‘কৃতকার্য’ সিল দিয়ে টাকা নেয় চক্রটি।

গ্রেফতাররা হলেন, মফিজুল হক ওরফে এবাদুল (৫৪) ও রাকিবুল ইসলাম (ইমন) (১৯)। এর মধ্যে মফিজুল হকের বাড়ি গফরগাঁওয়ের লংগাইর গ্রামে এবং রাকিবুল ইসলাম একই উপজেলার মশাজানী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৩ নভেম্বর ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম চলছিল। ওই সময় ‘ড্র্যাগিং’ ইভেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লক্ষ্য করেন, কয়েকটি পিইটি ফরমে তুলনামূলক বড় ফ্রন্ট ব্যবহার করে ‘কৃতকার্য’ সিল দেয়া হয়েছে। তাৎক্ষনিক সংশ্লিষ্ট প্রার্থীদেরকে ইভেন্ট থেকে সরিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মোট ৮ জন প্রার্থীর মধ্যে সবাই জিজ্ঞাসাবাদে জানান, অজ্ঞাতনামা একজন ব্যক্তি পুলিশ লাইন্সের সীমানার বাইরে থেকে তাদেরকে ১৬০০ মিটার দৌঁড় ইভেন্টে অংশগ্রহণ না করিয়েই টাকার বিনিময়ে ‘কৃতকার্য’ সিল দিয়েছে।

এ ঘটনায় ৮ জন প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় ‘অযোগ্য’ ঘোষণা করা হয়।

ঘটনার পর থেকে নিয়োগ বোর্ডের চেয়ারম্যান পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশে গোয়েন্দা শাখা (ডিবি) ও পাগলা থানা পুলিশ বুধবার (৬ নভেম্বর) অভিযান চালিয়ে মফিজুল হক ও রাকিবুল ইসলামকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, সিল প্রস্তুত করেন মফিজুল হক। তাকে প্রথমে গ্রেফতার করা হলে তিনি পুলিশকে জানান, তার প্রতিবেশী রাকিবুল ইসলাম একটি ‘কৃতকার্য’ সিল তৈরী করতে বললে তিনি ময়মনসিংহ নগরের পুরাতন পুলিশ ক্লাব রোডের একটি দোকান থেকে সিল তৈরি করেন।

রাকিবুল ইসলাম নিজেও পুলিশ কনস্টেবল প্রার্থী ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। সে মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *