পাবনায় শেখ কামাল হাইটেক পার্ক স্থাপন করা হবে!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পাবনায় শেখ কামাল হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই ঐতিহাসিক ইছামতি নদী সংস্কার ও উন্নয়ন এবং মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজ শুরু হচ্ছে।

বুধবার রাতে পাবনা শহরের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বৈঠকে তিনি এসব কথা বলেন। মিডিয়া সেন্টারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, রাষ্ট্রপতির বাল্যবন্ধু ও মিডিয়া সেন্টারের প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ। এবারের পাবনা সফরের দ্বিতীয় দিন রাতে রাষ্ট্রপতি শহরের প্রধান সড়কে অবস্থিত মিডিয়া সেন্টারে আসেন এবং শুভেচ্ছা বৈঠকে অংশ নেন।

রাষ্ট্রপতি বলেন, পাবনায় আমার জন্ম এবং বেড়ে ওঠা ও রাজনীতির হাতেখড়ি। তাই প্রিয় পাবনাকে এগিয়ে নেওয়া আমাদের সবার দায়িত্ব। প্রধানমন্ত্রীর সহযোগিতায় আধুনিক পাবনা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সেনাবাহিনীর মাধ্যমে খুব শিগগিরই ঐতিহাসিক ইছামতি নদী খননের কাজ শুরু করা হবে। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের কাজ শুরু হচ্ছে। কাজীরহাট থেকে খয়েরচর পর্যন্ত রাস্তা ও ব্রিজের মাধ্যমে আরিচা পর্যন্ত নৌরুটের দূরত্ব কমানোর কাজ চলছে। এতে পাবনাসহ কয়েক জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এছাড়া পাবনাতে শেখ কামাল হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাউদ্দিন ইসলাম, রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব ওয়াহিদুল ইসলাম, একান্ত সচিব দিদারুল আলম, চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন, চিকিৎসক কর্নেল একেএম ফজলুল হক, প্রধান কম্পট্রোলার মেজর তারেক হোসেন ভূঁইয়া, প্রেস সচিব জয়নাল আবেদিন, পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. আকবর আলী মুনসী, রাষ্ট্রপতির ঘনিষ্ঠ বন্ধু প্রফেসর শিবজিত নাগ, লায়ন বেবী ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, মুক্তার হোসেন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাষ্ট্রপতি পাবনার আরিফপুর গোরস্থানে বাবা-মাসহ আত্মীয়স্বজনের কবর জিয়ারত করেন। রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি ৪ দিনের সফরে পাবনা সফরে আসেন। শুক্রবার দুপুরে তার পাবনা থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *