একটি ভোটের জন্য এতো বড় গণঅভ্যুত্থান হয়নি, ভোটের পরিবর্তে করাপ্টেড সিস্টেমগুলো ঠিক করা জরুরি বলে জানিয়েছেন ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’- এর সাধারণ সম্পাদক সারজিস আলম।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘শুধু ভোট দেওয়ার জন্য দুই হাজারের বেশি মানুষ জীবন দেয়নি, প্রায় অর্ধলাখ মানুষ রক্ত দেননি। জনগণের প্রত্যাশার সঙ্গে দূরত্ব তৈরি হলে আমরা সরকারেরও গঠনমূলক সমালোচনা করি।’
তিনি বলেন, ‘বর্তমানে যে সিস্টেমগুলোর ওপর বাংলাদেশের মানুষ বিরক্ত। যেগুলো দেখতে দেখতে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন এই সিস্টেমগুলোর সংস্কার জরুরি প্রয়োজন। আমরা চাই অন্তর্বর্তী সরকার অতি দ্রুত এই সিস্টেম সংস্কার করবে। দেশের মানুষ যা প্রত্যাশা করে সরকার যেন সেভাবে কাজ করে।’
সৌজন্য সাক্ষাৎ এর সময় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বি, সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক কাবুল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply