নূর হোসেনের পরিবারের সদস্যদের ক্ষোভ প্রকাশ!

নূর হোসেন গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করলেও রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ব্যবহার করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। রোববার (১০ নভেম্বর) নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তারা এ অভিযোগ করেন।

১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরশাসক এরশাদের পতনের দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচির ঘোষণা করে বিভিন্ন রাজনৈতিক দল। বুকে পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখিয়ে মিছিলে অংশ নেন যুবক নূর হোসেন। মিছিলটি রাজধানীর গুলিস্তানের ঢাকা জিপিওর সামনে এলে স্বৈরশাসকের মদদপুষ্ট পুলিশবাহিনীর গুলিতে নূর হোসেনসহ তিনজন আন্দোলনকারী শহীদ হন।

এর পর থেকে প্রতিবছর দিনটিকে নূর হোসেন দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে আজ রোববার ভোরে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করে বলেন, দিবসটির আগে পরিবারের পক্ষ থেকে পোস্টার লাগানো হলেও ছিঁড়ে ফেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *