ফ্যাসিস্টের পক্ষে অবস্থান প্রসঙ্গে যা বললেন ফারুকী!

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হয়েছেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় তিনি শপথ নিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুনদের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

দায়িত্ব নিয়ে প্রথম দিন অফিস করলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

শিল্প-সংস্কৃতির প্রশ্নে তিনি জানালেন, দেশের সংস্কৃতি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনতে পরিকল্পনা নেয়া হবে।

ফ্যাসিস্ট সরকারের পক্ষে থাকা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এই অভিযোগ একেবারেই অবিশ্বাস্য। আমার অবস্থান কী, আমি কী করেছি, গত ১৫ বছরের আমার ফেসবুক খুঁজলেই বোঝা যাবে। ফেসবুকের দুই- চারটি পোস্ট দেখেই এটি মূল্যায়ন করা যাবে না।’

ফারুকী আরও বলেন, ‘যেদিন থেকে শাহবাগে ফ্যাসিজম বিরোধিতার সূচনা হয়েছিল, সেদিনই এ নিয়ে লিখেছি। ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কিনা, তার পুরস্কার হিসেবে এখানে দায়িত্ব পালন করতে এসেছি কিনা, এসব বিষয় বড় নয়, আমার কাজ দিয়ে আমার অবস্থান বিবেচনা করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *