তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পেটাল দোকানদাররা, তোপের মুখে পুলিশ!

মোবাইল ফোন কিনে প্রতারণার শিকার হওয়ায় দোকানে সেই ফোন ফেরত দিতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে রংপুর প্রেস ক্লাব মার্কেটের কয়েকজন দোকানদার। পরে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর প্রেস ক্লাব মার্কেটে এ ঘটনা ঘটেছে।

আহত তিন শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৪তম ব্যাচের মাহাদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ সৌরভ ও ম্যানেজমেন্ট বিভাগের ১২তম ব্যাচের জামশেদ।

এ ঘটনায় সোমবার রাত সাড়ে ৯টা থেকে এর প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা।

পরে রাত পৌনে ১০টায় ঘটনাস্থলে পুলিশ গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, তার বন্ধু মাহাদি হাসান প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে ৩০ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনেন। কিন্তু কয়েকদিন পর টের পান যে ফোনের ডিসপ্লেটি অরিজিনাল না, সেটি পরিবর্তন করা হয়েছে। পরে সেই দোকানে গিয়ে ফোনটি পরিবর্তন করে অন্য আরেকটি ফোন চান। কিন্তু দোকানদার অন্য ফোন দিতে রাজি হয়নি। পরে ২০ শতাংশ টাকা কমিশন বাবদ কেটে নিয়ে বাকি টাকা ফেরত চাইলে তর্কবিতর্ক শুরু হয়।

একপর্যায়ে ওই দোকানদার শিক্ষার্থীর ওপর হাত তোলেন। তার সঙ্গে থাকা সৌরভ ও জামশেদ নামে দুই শিক্ষার্থী মারধরের প্রতিবাদ করলে আশপাশের কয়েকজন দোকানদার মিলে তাদের তিনজনকে বেধড়ক পেটান।

রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমানকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন শিক্ষার্থীরা। দেরি করে আসায় তাকে ফিরে যাওয়ার অনুরোধও করেন।

শেষ খবর পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনীর দুটি গাড়ি এসে পৌঁছায়। পরিস্থিতি শান্ত করতে সেনা সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *