১২ নভেম্বর: সারাদিন যা যা ঘটলো!

নতুন দুই উপদেষ্টা নিয়োগ নিয়ে এত বিতর্ক কেন, নেপথ্যে আসল কারণ কী

সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে। বিশেষ করে উপদেষ্টা পরিষদে নতুন তিন সদস্য যুক্ত হওয়ার পর তা আরো প্রকাশ্যে এসেছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আবারো ফেসবুক লাল করার হিড়িক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। তবে এখনো সেই স্বৈরাচারের দোসরদের নানাভাবে পুনর্বাসন করা হচ্ছে এমন অভিযোগ এনে ‘যুদ্ধ এখনও শেষ হয়নি’ বলছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত অধিকাংশ সমন্বয়ক-শিক্ষার্থী ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। এমনকি প্রতিবাদস্বরূপ আবারো নিজেদের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেছেন তারা।

রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু

বৈষম্যবিরোধী আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শেখ হাসিনার বিরুদ্ধে রেড এলার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড এলার্ট নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি দিয়েছে ট্রাইব্যুনাল। রবিবার বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেয়া হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

২৪ ট্রেন লিজের চুক্তি বাতিল

বেসরকারি অপারেটর দিয়ে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান ইজারা বাতিলের তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত জানাননি।

ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত: আইন উপদেষ্টা

বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ঢালাও মামলা দিচ্ছে তাতে সরকার বিব্রত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আইন ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

জুলাই-আগস্টে যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিসি)। মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

নির্বাচনের পথ খুলছে খালেদা জিয়ার

অবশেষে নির্বাচনের পথ খুলে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। মঙ্গলবার (১২ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ১০ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেয়া ৭ বছরের সাজা হাইকোর্টে স্থগিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হতে পারবেন তিনি।

র‌্যাবের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করবেন পা হারানো লিমন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে যাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গুলিবিদ্ধ হয়ে পা হারানো লিমন। এতে মামলায় দায়ী র‌্যাব কর্মকর্তা ও সদস্যদের আসামি করা হবে। মঙ্গলবার (১২ নভেম্বর) প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, দুপুর ১টায় র‌্যাবের গুলিতে পা হারানো মুহাম্মদ লিমন হোসেন (বর্তমানে গণবিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক) ট্রাইব্যুনালে র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন।

শাইখ সিরাজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ফারজানা ব্রাউনিয়ার

প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করেছেন বাদী ফারজানা ব্রাউনিয়া। মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত মামলাটি নিষ্পত্তির আদেশ দিয়েছেন।

ডেঙ্গু কেড়ে নিলো আরো ৭ প্রাণ, হাসপাতালে ১২১১

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৬৭ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ হাজার ৮০০ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *