আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে চার-ছক্কার টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে অংশগ্রহণকারী ১৯টি দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ব্যক্তিক্রম একমাত্র পাকিস্তান। তারা এখন পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি। জানা গেছে ২০০৯ টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা দল ঘোষণা করতে আরও দিন পাঁচেক সময় নেবে। তবে এত যদি কিন্তুর মাঝেই দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে তাদের নাকি বিশ্বকাপ দল চূড়ান্ত হয়ে গেছে, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার বাকি।
সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইনজুরির পুনর্বাসনে থাকা পেসার হারিস রউফ ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান ধরতে পারেন পেসার হাসান আলী, অলরাউন্ডার সালমান আলী আগা ও ইরফান খান।
এ ছাড়া পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আর কোনো চমক নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ জিতে নিয়েছে পাকিস্তান। বর্তমানে তারা ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছে।
প্রসঙ্গত, আগে থেকেই জানানো হয়েছে আগামী ২২ মে পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে। ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি (২১ মে) খেলেই তারা স্কোয়াড পাকাপাকি করে ফেলতে চায়। আইসিসির কাছে স্কোয়াড পাঠানোর শেষ সময় ছিল গত ১ মে। তবে সেই তালিকায় পরিবর্তন আনার চূড়ান্ত সময়সীমা ২৫ মে, ফলে এটিকে লক্ষ্যে রেখেই আগাচ্ছে বাবর–শাহিনদের দল।
আগামী ২ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ালেও ৯ জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাঠে নামবে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। গ্রুপের বাকি দলগুলো হচ্ছে- আয়ারল্যান্ড, কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র।
পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, সাইম আইয়ুব, ইফতিখার আহমেদ, আবরার আহমেদ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি ও হারিস রউফ।
রিজার্ভ : সালমান আলী আগা, হাসান আলী ও ইরফান খান।
Leave a Reply