বঙ্গোপসাগরের লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়ায় বাংলাদেশে কেটে গেছে বৃষ্টির প্রভাব। এ পরিস্থিতিতে দেশে শীতের আগমনের সঙ্গে তাপমাত্রা কমার আভাস পাওয়া যাচ্ছে। ডিসেম্বর মাসেই দেশে শীতের আগমণ হতে পারে। একই সঙ্গে শীত মৌসুমে ৮-১৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, তবে আকাশে কিছুটা আংশিক মেঘলা থাকবে। প্রথম ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমবে। শেষ ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কিছুটা কমবে। পাশাপাশি, বর্ধিত পাঁচদিনেও রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদফতরের তিন মাসের পূর্বাভাসে বলা হয়, তীব্র শীতের অনুভূতি ডিসেম্বর পর্যন্ত শুরু হতে পারে। উত্তরাঞ্চলে এই সময় থেকে ঘন কুয়াশা সহকারে শীত অনুভূত হতে পারে। যদিও গ্রামাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকায় কুয়াশা পড়তে শুরু করেছে। তবে রাজধানীতে শীতের আগমন হবে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে।
আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, শীতের সময় সাধারণত ৩ থেকে ৪ দিন পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ থাকতে পারে, যা পৌষ ও মাঘ মাসে বেশি দেখা যায়। গত মৌসুমে তীব্র শৈত্যপ্রবাহ খুব বেশি ছিল না, তবে কুয়াশার কারণে পরিবেশ অস্বাভাবিক ছিল।
এবারের শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে ৮ থেকে ১০টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।
Leave a Reply