মহিউদ্দিন ফারুকীর ২ দিনের রিমান্ড মঞ্জুর!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানা একালায় জোবায়ের ওমর খানকে হত্যা মামলায় রাঙ্গামাটির বেদবুনিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১৩ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানায় এসআই রাসেল সরদার তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে জোবায়ের ওমর খান বিজয় মিছিলে যোগ দিতে শাহবাগ যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় জোবায়েরের ভাই জাবেদ ইমরান খান বাদী হয়ে ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় মহিউদ্দিন ফারুকী এজাহারনামীয় ৫৯ নম্বর আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *