দেশের ১১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এতে জনজীবনে বিরাজ করছে অস্বস্তি। এ পরিস্থিতি আরও ৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনায় আজ শুক্রবার দেশের সর্বোচ্চ ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন আরও বেশ কিছু অঞ্চলেই তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে, যা তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
আবহাওয়া অফিস বলছে, খুলনা বিভাগের ১০ জেলা ও গোপালগঞের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া সারা দেশে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এর পরের ৪৮ ঘণ্টা সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ তিন দিন জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তি বিরাজ করতে পারে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের।
Leave a Reply