ব্যাংকের টাকা পয়সা সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে অন্যতম একটি মাধ্যম হলো চেকের ব্যবহার। চেকের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন। আবার অন্যকে টাকা পেমেন্ট করতে গেলেও চেকের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। যখন এক লাখ টাকা বা তার বেশি টাকা চেকের মধ্যে লিখতে হয় তখন একটি সংশয় তৈরি হয়।
অনেকেই সাধারণত লাখ কথাটি ইংরেজিতে লেখেন ‘Lakh’ হিসেবে। আবার অনেকে লেখেন ‘Lac’ হিসাবে। তবে কোন লেখাটা সঠিক।
চেকের মধ্যে টাকার অংক লেখার সময় সংখ্যায় লেখার জায়গায় কোন সমস্যা সৃষ্টি হয় না। সমস্যা সৃষ্টি হয় কথায় লেখার জায়গায়। সেখানে এক লাখ কে ‘Lakh’ নাকি ‘Lac’ কোনটা লেখা হবে সেই নিয়েই প্রশ্ন।
এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দেশিকা আছে। যেখানে বলা হয়েছে লক্ষ টাকা লেখার সময় ইংরেজিতে ‘Lakh’ কথাটি লিখতে হবে। ব্যাংকিং পরিভাষায় ‘Lakh’ বানানটি সঠিক। এই বানানটি ব্যবহার করা উচিত।
তবে ব্যাংকে ব্যবহারের ক্ষেত্রে সাধারণত এই ধরনের বানান ভুলের জন্য চেক বাতিল করা হয় না। তবে অফিসিয়াল ভাবে সঠিক “Lakh” বানানটি লেখাই যুক্তিযুক্ত। সুতরাং এরপর যখন আপনি ব্যাংকের চেক ফিলাপ করবেন বা অন্য যেকোনো সময় লক্ষ শব্দটি ইংরেজিতে লিখবেন তখন অবশ্যই “Lakh” এই বানানটি লিখবেন।
Leave a Reply