দাঁতের কালো ছোপ দূর করার উপায়!

অনেক চেষ্টার পরও দাঁতের কালো ছোপ যাচ্ছে না? সবার সামনে হাসতে কথা বলতে লজ্জা পাচ্ছে? কিন্তু অনেকটা খরচের ভয়ে স্কেলিং করাতে পারছেন না? এবার ঘরোয়া উপায়েই দাঁত হবে সুন্দর। ফিরে পাবেন হারানো উজ্জ্বলতা। খরচও হবে নামমাত্র।

দাঁতের কালো ছোপ দূর করার কয়েকটি টিপস-

সারাদিন বিভিন্ন খাবার খাওয়া, আর তারপর ভালো করে মুখ না ধোয়া বা নিয়ম মেনে ব্রাশ না করার ফলে ফলে সাদা দাঁতে পড়তে থাকে হলুদ-কালো ছোপ। এই দাগ ছোপ দূর করতে এক চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন এক চিমটে হলুদ গুঁড়ো। এবার এই মিশ্রণ দিয়ে ব্রাশ করুন। এরপর পেস্ট দিয়ে ব্রাশ করে নিন। ফিরবে দাঁতের উজ্জ্বলতা।

লবণ ও তেলের মিশ্রণও ব্যবহার করতে পারেন। কয়েক ফোঁটা সরষের তেলের সঙ্গে নুন মিশিয়ে দাঁতে ঘষুন। ফল পাবেন নিমেষেই। ঝকঝকে দাঁত পেতে পাতিলেবুর কোনো বিকল্প নেই। এক চিমটি লবণ সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস, ব্যস এই মিশ্রণই কাজ করবে ম্যাজিকের মতো, দাঁত হবে সাদা।

এছাড়া দাঁত সাদা করতে কমলা লেবুর খোসার জুড়ি মেলা ভার। সকালে ঘুম থেকে উঠে কমলালেবুর খোসা দিয়ে দাঁত ঘষুন। এতে দাঁত আরো সাদা এবং শক্ত হবে। দূর হবে মুখের দুর্গন্ধও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *