প্রশংসায় ভাসছে সারজিস!

আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই পোস্ট দেন তিনি।

তিনি লিখেন, ‘গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে।’

এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়। বেশিরভাগ নেটিজেনরাই তার প্রশংসা করছেন। যা আজ বুধবার সকালে ১ লাখ ছত্রিশ হাজার লাইক, তেইশ হাজার কমেন্ট ও চার হাজার শেয়ার হয় এই পোস্টটি।

এতে নেটিজেনরা প্রশংসায় ভাসান সারজিসকে। মো. সালাহ উদ্দিন নামে একজন লিখেছেন, অবশ্যই সময় উপযোগী পোস্ট দিয়েছেন ভাই, ধন্যবাদ আপনাকে।

মাহমুদুল হক জালীস নামে একজন লিখেছেন, সঙ্গে সঙ্গে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চেষ্টা করছে, তাদেরকেও জনগণের সামনে চিহ্নিত করে দেওয়া হোক। যাতে করে ভোটের মাঠে জনগণ সমুচিত জবাব দিতে পারে।

হাসিব নামে একজন লিখেছেন, এই অত্যাচারী স্বৈরশাসক ও আওয়ামী লীগ নামক গুণ্ডা বাহিনীকে আর নির্বাচন করতে দিবো না ইনশাআল্লাহ। ধন্যবাদ সারজিস ভাই, এত সুন্দর একটি পোস্ট দেওয়ার জন্য।

দিদারুল ইসলাম নামে একজন লিখেছেন, কথা ক্লিয়ার আগে বিচার। শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি, মায়েদের অশ্রু এখনও ঝরে, আরও মায়ের অশ্রু আমরা ঝরাতে চাই না।

জেনজি নামে একজন লিখেছেন, আওয়ামী লীগ পুরোপুরি ভারতের পণ্য। এরা আগামীতে আসলে দেশ ভারতের কাছে পুরোপুরি চলে যাবে। এই দল চাই না। তারা হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। তাদেরকে নিষিদ্ধ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *