ফ্রিজে গরুর মাংস পাওয়ায় ভারতে গুঁড়িয়ে দেয়া হলো ১১ বাড়ি!

ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দলা শহরে ১১ ব্যক্তির ফ্রিজে গরুর মাংস পাওয়ায় তাদের বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়। বাকি ১০ জনকে গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযুক্তরা সবাই মুসলিম।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বলছে, শুক্রবার রাতে মাংসগুলো জব্দ করার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে। অবৈধ মাংস বাণিজ্যের বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবে নৈনপুরের ভাইনওয়াহি এলাকায় জবাইয়ের জন্য বিপুল সংখ্যক গরু আনার খবরে অভিযান চালায় পুলিশ।

মধ্যপ্রদেশে গরু জবাই করলে সাত বছরের কারাদণ্ডের আইন রয়েছে জানিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা রজত সাকলেচা, আমরা ১৫০টির মতো গরু বাঁধা পেয়েছি। এছাড়া অভিযুক্ত ১১ জনের বাড়ির ফ্রিজেও মাংস ছিল। তাদের কাছে গরুর চর্বি, চামড়া ও হাড় ছিল। এছাড়া স্থানীয় সরকারি পশু চিকিৎসক নিশ্চিত করেছেন যে জব্দ করা মাংস গরুর। আমরা প্রাথমিক ডিএনএ পরীক্ষার জন্য হায়দ্রাবাদে নমুনাও পাঠিয়েছি। অভিযুক্ত ১১ জনের বাড়ি সরকারি জমিতে থাকায় ভেঙে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *