একদিনের ব্যবধানে কমে গেল সোনার দাম!

বিশ্ববাজারে সোনার দাম একদিন বাড়ার পরই ফের কমে গেছে। ফলে বাংলাদেশের বাজারেও সোনার দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৫৭০ দশমিক ৬৬ ডলার। কিন্তু শনিবার সন্ধ্যায় তা কমে ২ হাজার ৫৬২ দশমিক ৮৬ ডলারে নেমে এসেছে।

বাংলাদেশে সোনার দাম নির্ধারণের দায়িত্বে থাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, বিশ্ববাজারে সোনার দামের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ে।

**বর্তমান সোনার দাম (দেশীয় বাজার):**

– ২২ ক্যারেট: প্রতি ভরি ১,৩৪,৫০৯ টাকা

– ২১ ক্যারেট: প্রতি ভরি ১,২৮,৩৯৭ টাকা

– ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,১০,০৬২ টাকা

– সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৯০,২৩৩ টাকা

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের একজন সদস্য জানান, সোনার দাম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় বাজারের পাকা সোনার দামের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, *”বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশেও দাম কমানো হতে পারে। তবে স্থানীয় বাজারের পাকা সোনার দামের অবস্থার ওপর আমাদের সিদ্ধান্ত নির্ভর করে।”*

বিশ্ববাজারের এই দামের প্রভাব বাংলাদেশের সোনার বাজারে কতটা দ্রুত পড়বে, তা নির্ধারণে বাজুসের মূল্য নির্ধারণ কমিটি কাজ করছে। সোনার বাজারে এ পরিবর্তন ক্রেতাদের মধ্যে নতুন মাত্রার আগ্রহ তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *