বাড়লো জ্বালানি তেলের দাম!

রাশিয়ার অভ্যন্তরে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর এই উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে পারমাণবিক অস্ত্র নীতির ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে পুতিন প্রশাসন।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৬ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ৯৯ সেন্ট বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৬৯ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে উভয় বেঞ্চমার্কের দাম বাড়ে এক ডলার করে।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা শিথিল করার ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের একদিন পরেই যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় কিয়েভ।

এর জবাবে ইউক্রেনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামলা চালিয়েছে রাশিয়া। তবে এই হামলার ক্ষেত্রে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, যুদ্ধে এই প্রথম পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের ব্যবহার করলো রাশিয়া। এ ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *