খালেদা জিয়ার সঙ্গে কি নিয়ে কথা হলো সারজিসের!

আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে তার সঙ্গে দেখা করেন সারজিস আলম।

বৃহস্পতিবার রাত পৌনে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন সারজিস। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সশস্ত্র বাহিনী দিবস ২০২৪।

এর আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ সময় তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনসহ সবাই ছিলেন হাস্যোজ্জ্বল।

এদিকে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *