IPL Auction 2025: নিলামের মাস্টারমাইন্ড,কম টাকায় দামি প্লেয়ার কিনে, বাকিদের খরচ করালেন কোটি কোটি!

মাত্র একদিনেই আইপিএল ২০২৫ নিলামের ‘মাস্টারমাইন্ড’ হয়ে উঠেছেন ডিসি বা দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক কিরণকুমার গ্র্যান্ডি। তাঁকে ‘মাস্টারমাইন্ড’ বলা হচ্ছে, কারণ চলতি মেগা নিলামে তিনি শুধুমাত্র কেএল রাহুলকে ১৪ কোটি টাকায় নিয়েছেন।

আর, কেবল দর হেঁকেই শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। লখনউ সুপার জায়ান্টস রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে কিনেছে। আর, এই পন্থকেই এবার রিটেনশনে রাখেনি দিল্লি।

অনেক বেশি টাকায় পন্থকে কেনার জন্য লখনউকে বাধ্য করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কুটিল হাসির ছবি পোস্ট করেছেন ৪৯ বছর বয়সি কিরণকুমার। এর আগে নিলামে, গ্র্যান্ডিকে পঞ্জাব কিংসের সঙ্গেও দর কষাকষি করতে দেখা গিয়েছে। সেটা চলছিল শ্রেয়স আইয়ারকে নিয়ে।

গ্র্যান্ডি শ্রেয়সের দর এতটাই বাড়িয়ে দেন যে, পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিনটা শেষ পর্যন্ত শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকায় কিনতে বাধ্য হন। অনুরাগীরা বলেছেন যে ডিসি সহ-মালিক শুধুমাত্র কেএল রাহুলকে চেয়েছিলেন। আর, সেটা অনেক কম মাত্র ১৪ কোটি টাকায় নেওয়ার জন্যই পন্থ আর শ্রেয়সের রেকর্ড দাম বাড়িয়ে দেন।

একজন নেটিজেন বলেছেন, ‘শ্রেয়স আইয়ার আর পন্থ, তাঁদের টি২০ রেকর্ডের জন্য নয়, এই কিংবদন্তি গ্র্যান্ডির জন্যই এবারের নিলাম থেকে রেকর্ড অর্থ পেলেন। তাঁদের দু’জনেরই গ্র্যান্ডিকে ধন্যবাদ দেওয়া উচিত। আর, প্রত্যেকের উচিত নিজেদের ভাগ থেকে ৫ কোটি টাকা গ্র্যান্ডিকে দেওয়া।

দিল্লি ক্যাপিটালসের মালিক কিরণকুমার গ্র্যান্ডি, নিলামের ব্যাপারে একেবারে কিংবদন্তি।’ আর, এসব জানার পরই সবাই খোঁজ করা শুরু করেছেন, কে এই কিরণকুমার গ্র্যান্ডি? আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান এবং সহ-মালিক। জিএম রাওয়ের ছেলে। ১৯৯৯ থেকে জিএমআর গ্রুপের বোর্ডের অংশ।

কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সঙ্গে কৌশলগত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে তিনি জিএমআর গ্রুপকে বড় করেছেন। হায়দরাবাদ, দিল্লি, ইস্তানবুল এবং মালেতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পে তাঁর সংস্থা টেন্ডার পেয়েছে।

দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এর উন্নয়নেও টেন্ডার পেয়েছে তাঁর সংস্থা। এর আগে পরিকাঠামো ও মহাসড়ক বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সেই সময় ১০টি হাইওয়ে প্রকল্প ১,২০০ কিলোমিটার বেড়েছে। বর্তমানে, গ্র্যান্ডি জিএমআর গ্রুপের ফিনান্স এবং কর্পোরেট কৌশলগত পরিকল্পনা বিভাগের ডিরেক্টর। পাশাপাশি, এই সংস্থার ক্রীড়া বিভাগকেও তিনিই দেখভাল করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *