free tracking

‘পাত্র চাই’ বায়োডেটা হাতে রাস্তায় তরুণী!

পাত্র চাই, প্ল্যাকার্ডে ‘বায়োডাটা’ লিখে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন তরুণী। তবে তাকে বিয়ে করার জন্য দু’টি শর্তও দিলেন তিনি। সেই শর্ত দু’টি মানলে তবেই তিনি বিয়ে করবেন। ভারতের মুম্বাইয়ের তাজ হোটেলের বাইরে এ ঘটনাটি ঘটেছে। আর এই ঘটনার ভিডিও ভাইরালও হয়ে গেছে।

ভিডিও তে দেখা যায়, তাজ হোটেলের বাইরে মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যেই প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে এক তরুণী। প্ল্যাকার্ডের উপরে লেখা ‘লগ্নাছা বায়োডাটা (বিয়ের বায়োডাটা)’। বিয়ের জন্য তার নাম, ধাম, শিক্ষাগত যোগ্যতার বিষয়েও লেখা রয়েছে সেই প্ল্যাকার্ডে। নীচে লেখা রয়েছে দু’টি শর্তের কথাও। কী সেই শর্ত?

‘বায়োডাটা’য় তরুণী লিখেছেন, তাকে যে বিয়ে করবেন, তাকে অবশ্যই তার থেকে লম্বা হতে হবে এবং মুম্বাইনিবাসী হতে হবে। ওই তরুণীকে ওই ভাবে প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে থাকতে দেখে পথচলতি অনেকেই কৌতূহলী হয়ে পড়েন। অনেকেই তার সঙ্গে ছবি তোলার জন্য দৌড়ে যান। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওয় যে তরুণীকে দেখা যাচ্ছে তার নাম সায়ালি সবন্ত। মুম্বাইয়ের বাসিন্দা সায়ালি একজন নেটপ্রভাবী। ইনস্টাগ্রামে তার পোস্ট করা ভিডিওটি ইতোমধ্যেই সাত লখের বেশিবার দেখা হয়েছে। লাইকও করেছেন বহু মানুষ। নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্যও করেছেন ভিডিওটি দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *