শীর্ষে থেকেই বছর শেষ আর্জেন্টিনার, ব্রাজিল কোথায়?

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছে আর্জেন্টিনা। চলতি বছরে জিতেছে কোপা আমেরিকার শিরোপা। এ ছাড়াও বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে আলবিসেলেস্তারা। সব মিলিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থেকেই বছর শেষ করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন।

গতকাল (বৃহস্পতিবার) চলতি বছরের শেষ হালনাগাতকৃত র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে শীর্ষে আছে আর্জেন্টিনা। তালিকার শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।

এই মাসে খেলা দুই ম্যাচের প্রথমটিতে প্যারাগুয়ের মাঠে হেরে যায় আর্জেন্টিনা। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে পেরুতে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। এতে তাদের রেটিং পয়েন্ট অবশ্য কিছুটা কমেছে।

র‌্যাঙ্কিংয়ে দুইয়ে আছে ফ্রান্স। নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় পাওয়া স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে, যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে দল দুটি।

আর পাঁচে আছে ব্রাজিল। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সেলেসাওরা উন্নতি করতে পারেনি। এই মাসে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে আগের অবস্থানেই থাকছে তারা।

এক ধাপ করে এগিয়ে ছয়ে পর্তুগাল ও সাতে নেদারল্যান্ডস। দুই ধাপ নেমে আট নম্বরে বেলজিয়াম। নেশন্স লিগে সবশেষ দুই ম্যাচেই হেরেছে তারা। আগের মতো নবম স্থানে ইতালি এবং এক ধাপ এগিয়ে ১০ নম্বরে জার্মানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *