শোবিজ-ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে অনেককেই বিয়ের পর আর অভিনয়ে দেখা যায়নি।আবার অনেকেই ধার্মিক ছেলে বিয়ে করে দিব্যি মনের সুখে দিন কাটাচ্ছেন।আবার অনেকেই বিয়ের পর একেবারেই ধর্মেকর্মে মন দিয়েছেন।বলউড থেকে শুরু করে ঢালিউড এমন অসংখ্য ঘটনা রয়েছে। এমনই ভাবনা মডেল, উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের।
এ অভিনেত্রী বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন।সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে এমনটিই জানিয়েছেন তিনি।
উপস্থাপক এই অভিনেত্রীকে প্রশ্ন করেন, ধার্মিক ছেলে খুঁজে পেলে বিয়ে করবেন এমন সিদ্ধান্তের কারণটা কি?
জবাবে অভিনেত্রী বলেন, এই সিদ্ধান্তটা আসলে আমি না সমগ্র মুসলিম বিশ্বের প্রতিটা মুসলিম ছেলের এবং প্রতিটা মুসলিম মেয়ের এই স্বপ্নটা থাকে। তাই ধার্মিক বলতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আমি যেহেতু নামাজ পড়ি, তাই আমি আশা করি যে আমি একজন নামাজী ছেলেকেই জীবন সঙ্গী হিসাবে চাই।তাই এটা খারাপ চাওয়া নয়,এটা খুব ভালো চাওয়া।
প্রিয়াঙ্কা জামান অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটালেও ধর্মীয় ব্যাপারে যে আপসহীন, তা তার সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলেই স্পষ্ট বোঝা যায়। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নিয়মিত নামাজ পড়ার জন্য আহ্বান করতে দেখা যায়। নিজে নিয়মিত পবিত্র কুরআন পড়েন বলেও জানালেন।
Leave a Reply