অস্থিতিশীল প্রসঙ্গে যা বললেন পান্না, নেটদুনিয়ায় সমালোচনা!

বাংলাদেশকে অস্থিতিশীল এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতে এক ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

সেখানে দাবি করা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এখনও তারা অন্তর্বর্তী সরকারকে বিতাড়িত করতে একের পর এক ফাঁদ ফেলছেন। প্রতিবেদনে দাবি করা হয়- পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে। আর সেই ফাঁদ বা ষড়যন্তে সহায়তা করছেন আইনজীবী জেড আই খান পান্না। এর প্রমাণ হিসেবে সাংবাদিক ইলিয়াস হোয়াটসঅ্যাপের একটি স্কিন শর্ট দেখান। সেখানে আইনজীবী জেড আই খান পান্নার বিভিন্ন কথার স্কিন শর্ট উল্লেখ করেন।

ইলিয়াসের দাবি- চট্টগ্রামের আইনজীবী সাইফুলকে হত্যা করার পরিকল্পনার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন কথা লেখেন আইনজীবী পান্না। যার একটিতে তিনি লিখেন, দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গেছে। আরও দু-একটারে খেয়ে দেও। আদালতে আমরা আছি। এখন অল্প কদিন জেলে থাকলেও ৩০ তারিখের পরে পুরষ্কার পাবা।

এ নিয়ে ফেসবুকে চলছে নানা আলোচনা। কেউ কেউ এই প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলছেন। নেটিজেনদের কিছু অংশ বলছেন, জেড আই খান পান্না সিনিয়র আইনজীবী। তিনি প্রায়ই দেশের খারাপ সময়ে পাশে থেকেছেন। কাজেই তাকে বিভ্রান্ত সৃষ্টি করা মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।

নেটিজেনদের আরেকটি অংশ বলছেন, দেশের মানুষ জানে পান্না আওয়ামী লীগ করতেন। এছাড়া তিনি গণমাধ্যম কর্মীদের বলেছেন, শেখ হাসিনার হয়ে তিনি আইনি মোকাবিলা করবেন। তিনি ফ্যাসিস্ট ও স্বৈরশাসক শেখ হাসিনার দোসর ছিলেন। তাকে আইনের আওতায় আনা উচিত।

এর পরিপ্রেক্ষিতে ২৯ নভেম্বর ফেসবুক লাইভে এসে পান্না বলেন, এক বিভ্রান্তকর ও বানোয়াট তথ্য এই ভিডিও। আমি আওয়ামী লীগের কোনো আইনজীবী নয়। আমি জানি না কি কারণে ইলিয়াস আলী গংরা আমার পেছনে লেগেছে। আমি ইলিয়াসকে চিনি না। কি কারণে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। সেটা আমার বোধগম্য নয়। সবাই সতর্ক থাকবেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *