পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে হত্যাকাণ্ড নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা মোটেই সঠিক নয়।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্রিটেনের অলপার্টি পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে যা বলেছে, তাতে বাংলাদেশ খুবই ব্যথিত। খুবই কষ্ট পেয়েছে। ৫ আগস্টের পর বেশি মানুষ মারা গেছে–এমন তথ্য প্রকাশ করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
৫ আগস্টের পরের পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেও জুলাই গণহত্যা, ছাত্র-জনতার ওপর গুলি চালানো ইস্যুতে অলপার্টি পার্লামেন্টারি গ্রুপ ছিল নিশ্চুপ। এটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, এত শিক্ষার্থীর মৃত্যুর কথা কোথাও তারা উল্লেখ করেনি। একদমই করেনি।
তিনি বলেন, সেখানে বলা হয়েছে ৫ আগস্টের আগে মাত্র ২৮০ জন মারা গেছে আর মোট সংখ্যা এক হাজারের বেশি। এটি সম্পূর্ণ মিথ্যা।
Leave a Reply