বিক্রম ব্যানার্জী: যাকে নিয়ে মেতে থাকে গোটা ফুটবল জগৎ। যার প্রসঙ্গ বাদ দিলে পর্তুগালের সাফল্য অদৃশ্য। সেই কিংবদন্তি ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo) ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইছেন। হ্যাঁ, সৌদি ক্লাব আল নাসেরে পা রাখার পর থেকেই তাকে(Cristiano Ronaldo) নিয়ে শোনা যাচ্ছে, নানান গুঞ্জন। কানে আসছে, ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী পর্তুগাল তারকা(Cristiano Ronaldo)। সম্প্রতি নাসেরের প্রাক্তন গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহর এক বক্তব্যেও সেই তথ্যই উঠে এসেছে।
সৌদি আরবের টেলিভিশন ইন্টারভিউতে রোনাল্ডোকে কেন্দ্র করে উড়তি গুঞ্জন নিয়ে সরব হন প্রাক্তন আল-নাসের গোলকিপার আব্দুল্লাহ। ইসলাম ধর্মের প্রতি পর্তুগাল মহা তারকার ঝোঁক প্রসঙ্গে আব্দুল্লাহ জানান, আমি রোনাল্ডোর সাথে এই বিষয়ে কথা বলেছি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী। মাঠে গোল করার পর সিজদা করেছেন রোনাল্ডো এবং বেশিরভাগ সময়ে খেলোয়াড়দের প্রার্থনা করতে এবং ইসলামিক ধর্মীয় রীতি অনুসরণ করতে উৎসাহ প্রকাশ করেন পর্তুগাল তারকা।
প্রাক্তন নাসের সৈনিক আরও জানান, ফুটবলারদের অনুশীলনের সময় যখন আযানের ধ্বনি শোনা যায়, তখন কোচকে প্র্যাকটিস সেশন বন্ধ করে খেলোয়াড়দের সাময়িকভাবে প্রার্থনা করতে দেওয়ার জন্য অনুরোধ করেন রোনাল্ডো। প্রথমদিকে রোনাল্ডো ইসলাম ধর্মীয় বিষয়ে যথেষ্ট আগ্রহ প্রকাশ করতেন। আব্দুল্লাহ বলেন, শুরুর দিকে, আমি রোনাল্ডোর কাছাকাছি ছিলাম, উনি দেশের সংস্কৃতি ক্লাব বা বিভিন্ন বিষয়ে সম্পর্কে পরিচিত ছিলেন না। তিনি বিশেষ আগ্রহী ছিলেন এবং প্রায়শই আমাকে নানান প্রশ্ন করতেন। সব মিলিয়ে, সতীর্থ আব্দুল্লাহর বক্তব্য থেকে এ কথা প্রায় নিশ্চিত যে, ইসলাম ধর্মের রীতি নীতি সম্পর্কে পর্তুগাল তারকা যথেষ্ট আগ্রহী এবং শ্রদ্ধাশীল। ভবিষ্যতে রোনাল্ডো যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন সেক্ষেত্রে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।
Leave a Reply