ঢাবি অধ্যাপক শিশির ভট্টাচার্যের বহিষ্কার দা‌বিতে বিক্ষোভ!

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের কটূক্তি এবং মহানবী (সা.) এর হিজরত নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক শিশির ভট্টাচার্যকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অধ্যাপক শিশির ভট্টাচার্যের বহিষ্কারের দা‌বিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ছবি: সময় সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অধ্যাপক শিশির ভট্টাচার্যের বহিষ্কারের দা‌বিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ছবি: সময়
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ‘ফ্যাসিবাদের সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ বলে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ১১ ডিসেম্বর রাতে শিশির ভট্টাচার্য তার ফেসবুক পেজে নবীজী (সা.) এর হিজরত নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর আগেও গত ২৩ অক্টোবর একই ধরনের কটূক্তি করেন তিনি।

শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক শিশির ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে আসছেন এবং বর্তমানে বিদেশে পালিয়ে থেকেও একই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় অধ্যাপক নিজামুল হক ভূঁইয়াকে সিন্ডিকেট সদস্য থেকে বহিষ্কার এবং সিন্ডিকেট ভেঙে দেয়ার দাবি করেন বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *