২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করে আইসিসি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৯ ফেব্রুয়ারি। চলবে ৯ মার্চ পর্যন্ত।
করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশেষ এই টুর্নামেন্টের। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।
এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ারপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আর ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে একই ভেন্যুতে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।
২ মার্চের মধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ হবে। এরপর ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনাল হবে। দুবাইয়ে প্রথম সেমিফাইনাল এবং লাহোরে দ্বিতীয় সেমি গড়াবে। আর ৯ মার্চ লাহোরে হবে ফাইনাল। তবে ভারত ফাইনালে উঠলে দুবাইয়ে হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ-ভারত | দুবাই |
২৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ-নিউজিল্যান্ড | রাওয়ালপিন্ডি |
২৭ ফেব্রুয়ারি | বাংলাদেশ-পাকিস্তান | রাওয়ালপিন্ডি |
Leave a Reply