বাংলাদেশের মানচিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া পোস্ট তার একান্ত ব্যক্তিগত মতামত। সেটি সরকারের মতামত নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর।
আজ মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘ফেসবুকে মাহফুজ আলমের দেওয়া পোস্ট তার ব্যক্তিগত মতামত। সেটি সরকারের মতামত নয়।
’
গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস রাতে উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের মানচিত্র নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। কয়েক ঘণ্টা পরে পোস্টটি ডিলিট করা হয়।
সেই প্রসঙ্গ উল্লেখ করে অপূর্ব জাহাঙ্গীর বলেন, মাহফুজ আলম ১৬ ডিসেম্বর রাতে যে পোস্টটি দিয়েছিলেন, পরে তিনি সেটি ডিলিট করেছেন।
Leave a Reply