সন্ধান মিলেছে সহ-সমন্বয়ক খালেদের, ‘গুমের’ যে বর্ণনা পাওয়া গেল!

সন্ধান মিলেছে সহ-সমন্বয়ক খালেদের, ‘গুমের’ যে বর্ণনা পাওয়া গেল!

৫ দিন নিখোঁজ থাকার পর একাএকা হলে ফেরা কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসানকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতালটির কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে তার সঙ্গে থাকা আরবি বিভাগের একই বর্ষের এক শিক্ষার্থী জানান, খালিদ গত শুক্রবার নিখোঁজ হন। এরপর থেকেই তার খোঁজ বের করতে আমরা ডিবি পুলিশের সাথে কাজ করছিলাম। মঙ্গলবার রাতেও যখন আমরা ডিবির সাথে তখন রাত সাড়ে ১১টার দিকে খবর পাই, খালেদ হলে ফিরেছেন। সঙ্গে সঙ্গে হলে এসে তাকে বিমর্ষ অবস্থায় দেখতে পাই। সে খুব ক্লান্ত ও দূর্বল ছিল। সে কথা বলতেও চাচ্ছিল না। এজন্য আমরা তখন কেউ তার সাথে কোনো কথা বলিনি। রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসে এবং পরবর্তিতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা জানতে চাইলে ওই সহপাঠী বলেন, হলে আমরা দেখার চেষ্টা করেছি তার শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কি না। তবে সেরকম কোনো চিহ্ন পাইনি। কিন্তু তার হাতে ইনজেকশন পুশ করানোর মত একটি ছোট চিহ্ন দেখেছি।

ডিবি’র সাথে রাজধানীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করেছেন তিনিও। বলেন, শুক্রবার সন্ধ্যায় তাকে মতিঝিল এলাকায় দেখা যায়। এরপর কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারে ঢুকছে এবং এর কিছুক্ষণ পর একাই কাউন্টার থেকে বের হয়ে যাচ্ছে। এরপর আবার তাকে মতিঝিল এলাকায় দেখা যায়। তবে তার সাথে কোনো ফোন ছিল না। তার ব্যবহৃত ফোনটি হলেই ছিল। ওইদিন কমলাপুর কাউন্টার থেকে টিকিটও কাটেননি।

এদিকে, ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মধ্যরাতে ওই সমন্বয়ককে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে কেবিনে ভর্তি রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *