ক্ষমতা যে চিরস্থায়ী নয় সেই কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে আওয়ামী লীগের কার্যালয়গুলো। ৫ আগস্ট ছাত্র-জনতার আগুনে ধ্বংসস্তুপে পরিণত হয় এগুলো। এসব ভবন এখন নেশাগ্রস্ত মানুষ আর ছিন্নমূলদের দখলে। নিয়মিত চলছে মলমূত্র ত্যাগের কাজ।
মাত্র কয়েকদিন আগেও যে ঘরগুলো ছিলো ক্ষমতার ভরকেন্দ্র, এখন তা যেন নির্মম পরিহাস হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আওয়ামী লীগের যে কার্যালয়গুলো থেকে দলের গুরুত্বপুর্ণ কর্মকান্ড পরিচালিত হতো, হাজারো নেতাকর্মীর ভিড়ে থাকতো জমজমাট। এখন সেটি কেবলই ধ্বংস স্তুপ।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলটির কার্যালয় পরিণত হয়েছে গণশৌচাগারে।ভবনটির অন্য ফ্লোরগুলোতে চলে পথশিশু ও মাদকসেবিদের আড্ডা। ছিন্নমূল মানুষের রাত যাপনের ঠিকানা হয়ে উঠেছে আওয়ামী লীগের কার্যালয়টি।
ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পোড়া বাড়ি হয়ে দাঁড়িয়ে আছে ক্ষমতা হারানোর বেদনা হয়ে । সাধারণ মানুষের প্রবেশের অনুমতি না থাকলেও রাস্তা সংলগ্ন শেষ ভবনটির কিছু অংশ খোলা থাকায় সেখানেই চলে পথচারীদের মলমূত্রত্যাগের কাজ।
Leave a Reply