দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কায়কোবাদ কুমিল্লা-৩ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার ঢাকায় আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ভিড় জমে।
মুরাদনগর উপজেলা থেকে ৪০০ বাস ও ২ হাজারের বেশি মাইক্রোবাসে করে লোকজন ঢাকায় আসেন। এসময় নেতাকর্মীদের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিমানবন্দর নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং র্যাব সদস্য মোতায়েন করা হয়।
সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির এই নেতা। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি ছিলেন তিনি।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন জানান, তের বছর পর দেশের মাটিতে ফিরছেন মুরাদনগরের এই জনপ্রিয় নেতা। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে মুরাদনগরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কায়কোবাদের স্বাগত জানাতে বিমানবন্দরে যাবার প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, কায়কোবাদ দাদার এই আগমন এবং সব ষড়যন্ত্র পেরিয়ে তার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
লাখ লাখ মানুষ প্রিয় নেতাকে বরণ করতে ঢাকা যাচ্ছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন কোনো দুষ্কৃতকারী কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। একইসঙ্গে এতগুলো যানবাহন ঢাকায় আসায় সড়কে যানজট সৃষ্টি হতে পারে। এ জন্য আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতার পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবীরাও কাজ করবে।
Leave a Reply