যত জ্বলবে বাংলাদেশ,তত লাভ ভারতের আসবে লাখ লাখ ডলার: ফ্যাক্ট চেক

ভারতের গণমাধ্যম নিউজ ১8 এর বরাতে আজ ২৮ ডিসেম্বর কতকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম `ওয়ানইন্ডিয়া’ `যত জ্বলবে বাংলাদেশ, তত লাভ ভারতের! ঘরে আসবে লাখ লাখ ডলার, হবে বিপুল কর্মসংস্থান” এমন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

প্রকাশিত সংবাদে দাবি করা হয়,শেখ হাসিনা সরকারের পতনের কয়েকমাস কেটে গিয়েছে! কিন্তু সে দেশের মানুষের কোনও উন্নতিই হয়নি। উল্টে সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া দাম। মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষ।

প্রতিবেদন আরো বলছে, প্রশ্নের মুখে বাংলাদেশের আইনশৃঙ্খলা। সে দেশে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে মৌলবাদীরা। লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে হামলা। এই অবস্থায় গোটা বিশ্বের নজরে রয়েছেন নোবেলজয়ী ইউনূস।

নিউজ ১৪ এর বরাতে সংবাদমাধ্যম আরো দাবি করে, এ অবস্থায় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতিও। সে দেশজুড়ে ছড়িয়ে রয়েছে টেক্সটাইল শিল্প। কিন্তু গত কয়েকমাস ধরে যেভাবে উত্তাল হয়ে রয়েছে তাতে কার্যত মুখ থুবড়ে পড়েছে বৃহত টেক্সটাইল শিল্প। বহু বিদেশি সংস্থা সেখানে কাজ করাতে ভয় পাচ্ছে।

চীনের পর বাংলাদেশের বস্ত্র শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিল্প। গত অগাস্ট মাস থেকে বাংলাদেশজুড়ে চলছে নৈরাজ্য! কার্যত সে দেশে হাতের বাইরে আইনশৃঙ্খলা। লাঘাতার বনধ, হুমকির জেরে মুখ থুবড়ে পড়েছে প্রোডাকশন। ভয় আতঙ্কে সে দেশ থেকে মুখ ফেরাচ্ছে বহু গ্লোবাল ব্র্যান্ড। শুধু তাই নয়, ভারতের দিকে সেই সমস্ত সংস্থা ইতিমধ্যে ঝুকতে শুরু করেছে বলেও দাবি করা হয়েছে।Travel packages

ভারতের গণমাধ্যমের এমন মিথ্যাচার সংবাদের প্রতিবাদে দেশজুড়ে উঠে তীব্র নিন্দার ঝড়।বিগত শেখ হাসিনা সরকারের পলায়নের পর থেকেই মূলত ভারতের গণমাধ্যমগুলো লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। হিন্দু নির্যাতন ইস্যুসহ অন্যান্য ইস্যুগুলো একেবারেই ভুয়া ও ভিত্তিহীন বলছে মানুষ।ফ্যাক্ট চেক আগেই জানিয়ে দিয়েছিল বাংলাদেশে কোন হিন্দু নির্যাতনের ঘটনা ঘটে নি।তাছাড়া দেশের অর্থনীতিসহ বাকি সংস্কার কাজে নিরলস কাজ করে যাচ্ছে অন্তবর্তীকালীন ইউনূস সরকার।যা ইতোমধ্যে বিদেশেও ব্যাপক সুনাম কুড়িয়েছে।তাই ভারতের দাবি করা নিউজ ১৪ সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদটি ভুয়া ও ভিত্তিহীন বলছে জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *