সচিবালয়ের নিরাপত্তায় থাকা ডিসি তানভীর আউট!

বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরিয়ে দেওিয়া হয়েছে। সম্প্রতি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তাকে নিয়েও নানা আলোচনা-সমালোচনা হয়েছিল। এর মধ্যেই সচিবালয়ের দায়িত্ব থেকে তাকে ডিএমপির পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে।

রোববার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তানভীরকে বদলির তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে বিল্লাহ হোসেনকে পদায়নের কথাও জানানো হয়।

গত বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। মোট ২০টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে পুরোপুরি নেভে আগুন। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় সোহানুর জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন।

আগুনে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় অবস্থিত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়। আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ ২৬ ডিসেম্বর রাতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে বলে জানিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *