বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রদল সভাপতিকে ঘিরে ভাইরাল এক ভিডিওর প্রসঙ্গ তুলে সাংবাদিকতার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। হাসনাত নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি সাংবাদিকতার নীতিবিরুদ্ধ কাজ হিসেবে অফ-রেকর্ড কথাবার্তা প্রচারের তীব্র সমালোচনা করেন।
হাসনাত আবদুল্লাহ ছাত্রদল সভাপতির সঙ্গে ঘটিত একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, “যা ছাত্রদল সভাপতির সঙ্গে করা হয়েছে, তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে।” তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্লিকবেইট ও হেনস্থার সাংবাদিকতা বন্ধ করে বস্তুনিষ্ঠ ও সঠিক সাংবাদিকতা অব্যাহত রাখা উচিত।
তিনি আরও বলেন, “এধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়, এবং সাংবাদিকদের উচিত মিথ্যাচার ও বানোয়াট সংবাদ প্রচার থেকে বেরিয়ে এসে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা।”
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে এক আলোচনা অনুষ্ঠানে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ছাত্র দল সভাপতিকে বলছেন, ছাত্র না হয়ে ছাত্রদল সভাপতি কিভাবে আপনি!
Leave a Reply