৩০ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো!

পুতিনের ২৫ বছরের শাসনে কী পেল রাশিয়া, কোন পথে নিয়ে যাচ্ছে দেশটিকে?

দেখতে দেখতে ভ্লাদিমির পুতিন রাশিয়ার শাসন ক্ষমতায় ২৫ বছরে পার করলেন। ১৯৯৯ সালের শেষ দিনটি রাশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেদিন তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন আকস্মিকভাবে পদত্যাগ করেন এবং রুশ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পুতিন অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

ক্রিকেট উদ্দীপনা-উন্মাদনার মধ্য দিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসর। উদ্বোধনী ম্যাচের টিকেট সংগ্রহের জন্য সমর্থকদের আগ্রহের মাত্রাই বলে দিচ্ছে, বিপিএলের ১১তম আসর নিয়ে কতটা উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা।

ইউক্রেন যুদ্ধ তিন বছরে, সামনে আরো দীর্ঘ লড়াইয়ের শঙ্কা

তিন বছরে পা দিতে চলেছে ইউক্রেন যুদ্ধ। এই দীর্ঘ সময়ে রণক্ষেত্রে ব্যাপক অংশ হারিয়েছে দেশটি। যুদ্ধের ক্লান্তি ও শারীরিক পরিশ্রান্তির ছাপ স্পষ্ট ইউক্রেনের সেনাবাহিনীতে। তবুও পূর্বাঞ্চলে রুশ সেনাদের অগ্রগতি রুখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

তাবলীগ জামাতের দ্বন্দ্ব নিরসনে সরকারের নতুন সিদ্ধান্ত, যা বললেন সাদপন্থিরা

তাবলীগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম পরিচালনা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম স্বাক্ষরিত সেই প্রজ্ঞাপনে বলা হয়-

ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে: সিইসি

ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জাতীয় পরিচয়পত্র নষ্ট করেও রক্ষা হয়নি, ভারতে ৪৬ বাংলাদেশি আটক

অবৈধ বাংলাদেশি অভিবাসী শনাক্তকরণ ও ফেরত পাঠাতে ভারতে অভিযান শুরু হয়েছে গত ১০ ডিসেম্বর। দুই মাস ধরে চলবে এ অভিযান। জানা গেছে, অভিযান শুরুর পর গত ১০ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

ব্রিটেনের দুর্নীতিবিরোধী কার্যালয়ের পদ থেকে টিউলিপকে অপসারণের দাবি

ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ভাগ্নি টিউলিপ সিদ্দিক ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন দুর্নীতিবিরোধী কার্যক্রম থেকে সরে আসার জন্য। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগ উঠার পর বিরোধী দলের সংসদ সদস্যরা তাকে ফাইন্যান্সিয়াল স্যাংকশন ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ

জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

২৫ ক্যাডার নিয়ে আপত্তিকর মন্তব্য, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওএসডি সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাদিকুর রহমান সবুজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) অসদাচরণের দায়ে তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ-ভারতের ‘যুদ্ধের’ দৃশ্য নিয়ে যা জানা গেলো

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি এখন ভারতে অবস্থান করছেন। এরপর থেকে ভারত ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নানা টানাপোড়েন চলছে। গত ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর দুই দেশের কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদ ও পাল্টা প্রতিবাদের ঘটনা ঘটেছে।

ছাত্রদল সভাপতির সঙ্গে দীপ্তির তুমুল বাকবিতণ্ডা, যা বললেন হাসনাত

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অংশ নিলে সেখানে ছাত্রসংগঠনের নেতা হয়েও ‘ছাত্রত্ব কেন নেই’ এমন প্রশ্ন করায় উপস্থাপকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রদলের এ সভাপতি।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ: পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি শহিদ পরিবারের

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করেছেন শহিদ সেনা পরিবারের সদস্যরা। সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে তারা এ দাবি জানান। একইসঙ্গে ২৫ ফেব্রুয়ারিকে শহিদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবিও জানিয়েছেন শহিদ পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *